শিলান্যাস হল তেলিয়ামুড়া মহকুমা আদালতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারী৷৷  তেলিয়ামুড়া মহকুমা আদালতের শিলান্যাস হলো সোমবার ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতির উপস্থিতিতে এই শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে  শিলান্যাস এবং ভুমিপুজন হল তেলিয়ামুড়া মহকুমা আদালতের নতুন বাড়ির৷ সোমবার বিকাল ৩ টায় এই ভুমি পূজন এবং শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা উচ্চ আদালতের মূখ্য বিচারপতি  টি আমরনাথ গওর, উচ্চ আদালতের বিচার পতি অরিন্দম লোদ, ত্রিপুরা সরকারের মূখ্য সচেতক তথা বিধায়িকা কল্যানী রায়, খোয়াই দায়রা আদালতের বিচারপতি সহ  অন্যান্যরা৷ পরে বিধায়িকা কল্যানী রায় আলোচনা করতে গিয়ে বলেন, তেলিয়ামুড়া মহকুমাবাসীর দীর্ঘবছরের দাবী আজ পূর্ণ হল৷ এখন আর তেলিয়ামুড়া মহকুমা বাসিকে বিচারের জন্য অর্থখরচ করে খোয়াই যাতায়াত করতে হবে না৷ ছোট খাট ঝামেলা বিচারের জন্য খোয়াই যাতায়াতের সমস্যা এবং ঝামেলার অবসান হয়ে যাবে তেলিয়ামুড়াতেই৷  আগামী কয়েক দিনের মধ্যেই তেলিয়ামুড়া মহকুমা আদালতের কাজকর্ম শুরু হয়ে যাবে৷ তিনি এও জানান এখন যেখানে পাবলিক লাইব্রেরি এবং স্পোর্টস অফিস রয়েছে সেখানেই আপাতত মহকুমা আদালতের কাজকর্ম চলবে৷ তিনি আরও জানান বর্তমান ডি সি অফিস যে জায়গায় রয়েছে সেখানেই তৈরী করা হবে মহকুমা আদালতের নতুন পাকা দালান বাড়ি৷ এই শিলান্যাস এবং ভুমিপূজনের পরেই এর নির্মান কাজ শুরু হবে বলে জানান বিধায়িকা কল্যানী রায়৷ জানা যায় ২৩ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাকলগ্ণে তেলিয়ামুড়া মহাকুমাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *