বদরপুরে ৭২ কেজি গাঁজা বাজেয়াপ্ত, ধৃত তিন মহিলা সহ পাঁচ

বদরপুর (অসম), ১৬ জানুয়ারি (হি.স.) : করিমগঞ্জ জেলার বদরপুরে বিপুল পরিমাণের গাঞ্জা বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদক সামগ্রী পাচারের অভিযোগে বদরপুর পুলিশ তিন মহিলা ও দুই যুবককে গ্রেফতার করেছে।

গতকাল রাতে বদরপুর পুলিশ স্থানীয় এসটি রোডের ট্যুরিস্ট লজে হানা দিয়ে পাঁচটি ব্যাগ থেকে মোট ৩৪টি প্যাকেটে ৭২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে। বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির অনুমানিক বাজারমূল্য পাঁচ লক্ষ টাকা হবে।
মাদক পাচারের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার উত্তর ত্রিপুরা জেলা সদর ধর্মনগরের রাকেশচন্দ্র মালা ও পশ্চিমবঙ্গের শিলিগুড়ির শুভঙ্কর দাস, শুক্লা সাহা, তপস্যা দাস, মায়া সাহা বলে জানা গেছে।
বিপুল পরিমাণের গাঁজাগুলি ধর্মনগর থেকে গুয়াহাটি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ছিল বলে একটি সূত্রে খবর পাওয়া গেছে।