গরফায় মহিলা আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু

কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.) : গরফায় এক মহিলা আইনজীবীর রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রমা পাল। গড়ফা সলিমপুর লেনের একটি বাড়িতে ৬৫ বছর বয়সী এক মহিলা একা থাকতেন। স্থানীয় সূত্রে খবর, শনিবার গভীর রাত পর্যন্ত রমা পালের বাড়ির দরজা খোলা দেখতে পান প্রতিবেশীরা। প্রতিবেশীরা বাড়ির ভেতরে গেলে রমা পালকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। অনেক ডাকাডাকি করলেও তিনি কোনও সাড়া দেননি। এরপরেই স্থানীয়রাই সঙ্গে সঙ্গে গড়ফা থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছেছে গড়ফা থানার পুলিশ। তারা রমা পালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি আলিপুর জজ কোর্টে প্র্যাকটিস করছিলেন। তার পরিবারে কেউ নেই।