কলকাতা, ১৫ জানুয়ারি (হি.স.) : ৫৪ বছরের রেকর্ড ভেঙে উষ্ণতম মকর সংক্রান্তি পেল বাংলা। ১৪ এবং ১৫ জানুয়ারি রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে শহরের তাপমাত্রা। যা কার্যত নজিরবিহীন। ফলে বছর ঠান্ডা ছাড়াই গঙ্গাসাগরে চলছে পুণ্যস্নান। মাঘ মাসের প্রথম সপ্তাহ কাটবে গরমেই। কিছুটা মনখারাপ পুণ্যার্থীদের। এদিকে তার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে।
১৯৬৯ সালে ১৪ জানুয়ারি কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি। এই রেকর্ডও শনিবার ভেঙে গিয়েছে। এর আগে ২০০০ সালে ১৪ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি। এতদিন পর্যন্ত এটাই ছিল বিগত ৩০ বছরের উষ্ণতম জানুয়ারি। এদিকে, রবিবারও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি বেশি।
অন্যদিকে, আলিপুর আবহাওয়া দফতর শহরে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জানা গিয়েছে, আগামী বুধবার কলকাতা শহরে ঝেঁপে বৃষ্টি নামতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন ধরেই ভোরে দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি নেমে যাবে। মকর স্নানের সময়ও রবিবার গঙ্গাসাগর সহ উপকূলে দৃশ্যমানতা অত্যন্ত কম রয়েছে।