নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : দেশের ৭৫ তম সেনা দিবসে সামরিক কর্মী, প্রাক্তন সেনা এবং তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন টুইট করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক ভারতীয় তার সেনাবাহিনী নিয়ে গর্বিত। আমরা সবসময় আমাদের জওয়ানদের কাছে কৃতজ্ঞ থাকব। সৈন্যরা সবসময় দেশকে সুরক্ষিত রেখেছে। সঙ্কটের সময়ে সেনাবাহিনীর সেবা বিশেষভাবে প্রশংসনীয়।
টুইট করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। ভারতীয় সেনাবাহিনীর জওয়ান ও তাদের পরিবারকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, জাতি সেনাবাহিনীর অদম্য সাহস, বীরত্ব, আত্মত্যাগ এবং সেবাকে স্যালুট করে। ভারতকে সুরক্ষিত রাখতে ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টার জন্য গর্বিত।
অন্যদিকে, বেঙ্গালুরুর গোবিন্দস্বামী প্যারেড গ্রাউন্ডে শুরু হয়েছে সেনা দিবসের কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে। এবার সেনা দিবসের প্রতিপাদ্য ‘রক্তদান করুন- জীবন বাঁচান’। প্রথমবারের মতো দিল্লির বাইরে সেনা দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে।