কাঠমাণ্ডু, ১৫ জানুয়ারি (হি.স.) : নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে ভেঙে পড়ল যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান। ওই বিমানে ৭২ জন ছিলেন। এর মধ্যে ৬৮ জন যাত্রী এবং চার জন বিমানকর্মী। ৭২ জন যাত্রীর মধ্যে ৩০ জনের মৃত্যু হয়েছে বিমানেই। তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। বিমানটি ভেঙে পড়ার পর আগুন ধরে যায়। তাতেই মৃত্যু হয় তাঁদের। আগুন ধরে যাওয়ায় উদ্ধার কাজে দেরি হচ্ছে। বিমানটিতে ১০ জন বিদেশিও ছিলেন। দুজন শিশুও ছিল যাত্রীদের তালিকায়। ঘটনায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড।
নেপালের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ইয়েতি এয়ারলাইন্সের ৯ এন-৯এনসি-এটিআর-৭২ বিমানটি কাঠমাণ্ডু থেকে রবিবার সকাল ১০ টা বেজে ৩৩ মিনিটে ছাড়ে। পোখরা বিমানবন্দরের কাছে সেতি নদীর ধারে পাহাড়ের খাদে সেটি ভেঙে পড়ে। ছাড়ার ২০ মিনিট পরেই সেটি ভেঙে পড়ে। ওই বিমানসংস্থার পক্ষ থেকে সুদর্শন বারতাউলা জানিয়েছেন, কেউ বেঁচে রয়েছেন কি না বিমানটিতে আমরা এখনই বলতে পারব না। কী কারণে এই ঘটনা ঘটল সেটি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি পুরনো বিমানবন্দর এবং পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের মাঝে রানওয়ের উপর ভেঙে পড়ে। খারাপ আবহাওয়ার মধ্যে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় সেটি ভেঙে পড়ে। পোখরা বিমানবন্দরটি চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। উদ্ধারকাজের জন্য দমকল ও নিরাপত্তা বাহিনী কাজ শুরু করেছে।

