অনুপ্রবেশের অভিযোগে মেখলিগঞ্জ সীমান্তে গ্রেফতার চার বাংলাদেশি

মেখলিগঞ্জ, ১৫ জানুয়ারি (হি. স.) : কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্ত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হল চার বাংলাদেশি । রবিবার সকালে মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ির ডাঙ্গারহাটে চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে কুচলিবাড়ি থানার পুলিশ।

জানা গিয়েছে, ধৃতদের নাম, সায়েদ আলি(৪৫), মহম্মদ নাসির(১৭), মহম্মদ সেলিম(১৬) ও রেজিনা বেগম (১৩)। ধৃতরা দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের খোলা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল।সেই সময় ওই চার বাংলাদেশিকে গ্রেফতার করে কুচলিবাড়ি থানার পুলিশ।