আলিপুরদুয়ারে রেলের ঠিকাদারের বাড়িতে সিবিআই হানা

আলিপুরদুয়ার, ১৫ জানুয়ারি (হি. স.) : আলিপুরদুয়ারে রেলের এক ঠিকাদারের বাড়িতে রাতভর তল্লাশি চালাল সিবিআই। শ্যামল দেব নামে ওই ঠিকাদারকে রবিবার ভোরে তাঁর বাড়ি থেকে আটক করে সিবিআইয়ের কর্তারা।

আলিপুরদুয়ার জংশন ফাঁড়ি এলাকার দক্ষিণ চেচাখাতা এলাকার বাসিন্দা ওই ঠিকাদার। গতকাল সন্ধ্যা ছয়টা থেকে এদিন ভোর পর্যন্ত ওই তল্লাশি অভিযান চলেছে। ঠিকাদারের বাড়ি এবং তার ক্যাম্প অফিসেও অভিযান চালায়।

কেন সিবিআই রেলের ওই ঠিকাদারকে আটক করেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য বলেন, ‘স্থানীয় থানাকে খবর না দিয়েই সিবিআই-এর একটি টিম শনিবার রাতে হানা দিয়েছিল। জংশন এলাকায় রেলের এক ঠিকাদারের বাড়িতে কেন ওই হানা তা জানা নেই।‘