কটক, ১৪ জানুয়ারি (হি.স.) : ওড়িশায় মহিলা ক্রিকেটারের দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্যের দানা বেঁধেছে। শুক্রবার গভীর জঙ্গল থেকে বছর ২৬ এর ওই তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, ওই তরুণীর নাম রাজশ্রী সোয়াইন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১১ জানুয়ারি রাজশ্রী ট্রেনিং ক্যাম্পের জন্য গিয়েছিলেন। সেখান থেকেই নিখোঁজ হয়ে যান তরুণী। তিনি ওড়িশার বাসিন্দা। রাজ্যের মহিলা ক্রিকেট দলের হয়ে খেলতেন তিনি। শুক্রবার পুলিশ কটকের একটি জঙ্গলের গভীরে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে। কিভাবে তাঁর মৃত্যু হল তা এখনও জানা যায়নি।পুলিশের তরফে জানানো হয়েছে, গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন রাজশ্রী। শুক্রবার ওড়িশার কটক জেলার আথাগড়্র গুরুদিজাটিয়া জঙ্গল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। জঙ্গল থেকে কিছুটা দূরেই তাঁর স্কুটারও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে এটি খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ। পুলিশের ডেপুটি কমিশনার পিনাক মিশ্র জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
2023-01-14