তিরুবনন্তপুরম, ১৪ জানুয়ারি (হি.স.) : শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম দু’ম্যাচ জয় করে কার্যত সিরিজ পকেটে তুলেছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওয়ানডেতে নামার আগে শনিবার কেরলের বিখ্যাত মন্দিরে পুজো দিয়ে এলেন টিম ইন্ডিয়ার তারকার।
চলতি সিরিজের শেষ ম্যাচ খেলার জন্য এই মুহূর্তে কেরলের তিরুবনন্তপুরমে রয়েছে ভারতীয় দল। সেখানেই বিখ্যাত পদ্মনাভস্বামী মন্দিরে গিয়েছিলেন ভারতীয় দলের বেশিরভাগ তারকা।
রবিবারই শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওয়ানডেতে নামছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করাটাই লক্ষ্য ভারতীয় দলের। রোহিতরা ম্যাচের আগেরদিন অনুশীলনেও তেমন কড়াকড়ি করেননি বলে খবর। শোনা যাচ্ছে, শেষ ম্যাচে একাধিক পরিবর্তনও করতে পারে টিম ম্যানেজমেন্ট। ভারতীয় শিবিরে একটা চিন্তা অবশ্য রয়েছে। সেটা হল হেডকোচ রাহুল দ্রাবিড়ের অসুস্থতার কারণে রবিবার তিরুঅনন্তপুরমের ডাগ আউটে থাকবেন না।

