ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে ভোট ভাগাভাগি চাইছেন না প্রদ্যোত, সিপিএম এবং কংগ্রেসের সাথে আসন রফায় এখনো দ্বন্দ্বে

আগরতলা, ১৪ জানুয়ারী(হি. স.) : ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে ভোট ভাগাভাগি হোক, চাইছেন না তিপরা মথার সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোত কিশোর দেববর্মণ। তবে, সিপিএম ও কংগ্রেসের সাথে আসন রফায় সম্মতির ক্ষেত্রে গ্রেটার তিপরাল্যান্ডের সমর্থনে লিখিত প্রতিশ্রুতি চাইছেন তিনি। আগামী ১৬ জানুয়ারি খুমুলুঙ-এ জনসভায় অংশ নেবেন প্রদ্যোত। এরপর সিপিএমের সাথে আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

আজ তিনি বলেন, সিপিএম এবং কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনে আসন রফা নিয়ে আলোচনা শুরু করেছে। তাঁরা তিপরা মথাকেও পাশে থাকার বার্তা দিয়েছে। কিন্তু, গ্রেটার তিপরাল্যান্ডের সমর্থনে লিখিত প্রতিশ্রুতি না মিললে তিপরা মথা কোন আপোষ করবে না। তাঁর দাবি, জনজাতিদের ঠকাতে পারব না। অর্থ কিংবা ক্ষমতার জন্য লোভী নই। শুধুই সুনামের সাথে বাঁচতে চাইছি।

তাঁর কথায়, সিপিএম এবং কংগ্রেস এখনো আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তাঁরা কত আসনে লড়াই করবে, চূড়ান্ত হওয়ার পর এ-বিষয়ে বিবেচনা করা হবে। তাঁর দাবি, বিজেপির বিরুদ্ধে ভোট ভাগাভাগি হোক চাইছি না। এক্ষেত্রে আগামী ১৬ জানুয়ারি খুমুলুঙ-এ জনসভার পর সিপিএমের সাথে আলোচনা শুরু করব।এদিকে, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, প্রদ্যোত কিশোর দেববর্মণ বর্তমানে ত্রিপুরার বাইরে রয়েছেন। তাঁকে আলোচনার জন্য আবেদন জানানো হয়েছে। তিনি আগরতলায় আসার পর এ-বিষয়ে আলোচনা হবে বলে আশা প্রকাশ করেছেন।