প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাস-এর সূচনা, প্রধানমন্ত্রী বললেন যুগান্তকারী মুহূর্ত

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): বিশ্বের বৃহত্তম প্রমোদতরী এম ভি ”গঙ্গা বিলাস”-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এম ভি গঙ্গা বিলাস-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রমোদতরী ”গঙ্গা বিলাস”-এর সূচনা করার পাশাপাশি বারাণসীতে গঙ্গার তীরে একটি ”টেন্ট সিটি” উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব প্রমুখ। প্রধানমন্ত্রী এদিন বলেছেন, গঙ্গা নদীতে বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী পরিষেবার সূচনা একটি যুগান্তকারী মুহূর্ত। এর ফলে ভারতে পর্যটনের একটি নতুন যুগের সূচনা করবে। মোদী বলেছেন, একইসঙ্গে আজ ১০০০ কোটি টাকারও বেশি মূল্যের আরও কয়েকটি অভ্যন্তরীণ জলপথ প্রকল্পের শিল্যান্যাস করা হয়েছে। এর দরুণ পূর্ব ভারতে বাণিজ্য ও পর্যটন এবং কর্মসংস্থানের সুযোগ প্রসারিত করবে।

এই প্রমোদতরীকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই, এই প্রমোদতরী উদ্বোধনের জন্য সবাই মুখিয়ে ছিলেন, অবশেষে সেই প্রতীক্ষার অবসান হয়েছে। এই প্রমোদতরীতে রয়েছে ফাইভস্টার হোটেলের সমস্ত সুবিধে। গঙ্গা বিলাস ক্রুজে মোট ১৮টি ঘর রয়েছে। এছাড়াও ক্রুজে রয়েছে জিম, স্পা সেন্টার, লেকচার হাউস, লাইব্রেরি। গঙ্গা বিলাসে ভ্রমণ যেন বিরক্তিকর না হয়, তাই ক্রুজে গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, জিম ইত্যাদির সুবিধা থাকবে। গঙ্গা বিলাস ক্রুজ হবে আধুনিক সুযোগ-সুবিধাযুক্ত ও সম্পূর্ণ নিরাপদ।
উত্তর প্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু করে বক্সার, রামনগর, গাজিপুর পেরিয়ে পাটনা পৌঁছবে গঙ্গা বিলাস। সেখান থেকে ফরাক্কা, মুর্শিদাবাদ হয়ে কলকাতা পৌঁছবে। বাংলাদেশ থেকে গুয়াহাটি দিয়ে আবার ভারতে প্রবেশ করবে বৃহত্তম প্রমোদতরী। অসমের ডিব্রুগড়ে যাত্রা শেষ হবে। ক্রুজটি ২৭টি নদী প্রণালীর মধ্য দিয়ে যাবে। ৫১ দিনের রোমাঞ্চকর ভ্রমণে ৩,২০০ কিলোমিটার জলপথ পাড়ি দেবে প্রমোদতরী।