ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। বিলোনিয়ায় জমজমাট ক্রিকেট আসর। অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আজ, শুক্রবার বিলোনিয়া গভর্মেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ৬ উইকেটের ব্যবধানে আমজাদ নগর স্কুল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন খেতাব জিতে নিয়েছে। প্রথমে লীগ, পরে সেমিফাইনাল, শেষে আজ হয়েছে ফাইনাল ম্যাচ। খেলা নর্থ বিলোনিয়া গ্রাউন্ডে। সকাল পৌনে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আমজাদ নগর স্কুল দল নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাজ্জাত হোসেনের ৪৯ রান, আকাশ হোসেনের ৩৯ রান এবং শিপন মিয়ার ৩৬ রান উল্লেখযোগ্য। গভর্মেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের অধিনায়ক মানিক সরকার ৩৪ রানে তিনটি উইকেট পেয়েছে। এছাড়া দীপ্তনু পাল পেয়েছে দুটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বিলোনিয়া গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ৩৮ ওভার ৩ বল খেলে দুর্দান্তভাবে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে আদৃত মজুমদারের ৪১ রান, তৃষানু দত্তের ৩৫ রান এবং তপন ঘোষের অপরাজিত ৩৪ রান দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। এছাড়া শিবম চৌধুরীও অপরাজিত থেকে ১৭ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। বিজয়ী দলের অধিনায়ক মানিক সরকার পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।
2023-01-13