আমবাসা(ত্রিপুরা), ১৩ জানুয়ারী(হি. স.) : ত্রিপুরা থেকে বিজেপি-কে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে শুক্রবার ধলাই জেলায় মানিকভান্ডার থেকে কমলপুর পর্যন্ত প্রায় দুই শতাধিক মানুষ নিয়ে পদযাত্রা করেছে সিপিএম।
এদিন মানিকভাণ্ডারে সিপিএম দলীয় কার্য্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বেষ্টনীতে পদযাত্রা মোহনপুর স্কুল মাঠের সামনে গিয়ে সমাপ্ত হয়েছে। পদযাত্রা শেষ হওয়ার আগে কমলপুর সিপিএম কার্য্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে সভা। এখানে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য বিধায়ক সুধন দাস, সিপিএম কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন দাস। সভাপতিত্ব করেন প্রবীণ সিপিএম নেতৃত্ব রণজিৎ ঘোষ।
বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নেতৃত্ব বর্তমান বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁরা দাবি করেন, গত পাঁচ বছরে বিজেপি ত্রিপুরার গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে দিয়েছে। মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। যে প্রতিশ্রুতি দিয়ে ২০১৮ সালে ক্ষমতায় এসেছিলো বিজেপি তার একটিও পূরণ করেনি। ফলে ত্রিপুরার মানুষ স্থির করে নিয়েছেন এবার বিজেপিকে ক্ষমতাচ্যুত করবেন। এই প্রত্যয় নিয়েই মানুষ লাল ঝাণ্ডার তলে শামিল হচ্ছেন। তাঁরা এই অপশাসন ও প্রতারণা থেকে মুক্তি চাইছেন। এক্ষেত্রে আমাদের সঙ্গবদ্ধ ভাবে মানুষের পাশে থেকে কাজ করে যেতে হবে, বলেন নেতৃবৃন্দ।
এদিন ৪৫ কমলপুর বিধানসভা এবং ৪৬ সুরমা বিধানসভা কেন্দ্র মিলিয়ে শতাধিক মানুষ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

