ত্রিপুরায় বিজেপি-কে হারাতে আসন রফা নিয়ে বামেদের সাথে কংগ্রেসের আলোচনা শুরু

আগরতলা, ১৩ জানুয়ারি(হি. স.) : ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনে আসন রফা নিয়ে বামেদের সাথে কংগ্রেসের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়ে গেছে। আজ সন্ধ্যায় ত্রিপুরায় এআইসিসি-র প্রভারী ড. অজয় কুমার মেলারমাঠে সিপিএম পার্টি মুখ্য কার্যালয়ে গিয়ে বামেদের সাথে বৈঠকে বসেছেন। ওই বৈঠকে বামফ্রন্টের প্রধান শরিক সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রয়েছেন। সাথে আছেন বামফ্রন্টের চেয়ারম্যান নারায়ণ কর। এ-বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র সাফ জানিয়েছেন, বিজেপি-কে হারাতে ত্রিপুরায় আসন রফা নিয়ে কংগ্রেসের সাথে আজ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। কংগ্রেসের প্রভারী ড. অজয় কুমারের দাবি, বড় শত্রুকে হারাতে কঠিন সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরী।

সম্প্রতি সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে কংগ্রেসের সাথে আসন রফা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দলের সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাফ জানিয়েছিলেন, বিজেপির বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষ দলের সাথে আসন রফা হবে। তাতে কংগ্রেসের সাথেও সিপিএম হাত মেলাবে। আজ সন্ধ্যায় ওই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। কংগ্রেসের প্রভারী ড. অজয় কুমার এদিন মেলারমাঠে সিপিএমের মুখ্য কার্যালয়ে গেছেন।

বৈঠক নিয়ে সিপিএম রাজ্য সম্পাদকের দাবি, বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির ধ্বংসলীলা, হত্যাযজ্ঞ ত্রিপুরাকে ভারতীয় গণতন্ত্রের বধ্যভূমিতে পরিণত করেছে। তাই, বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় ধর্মনিরেপেক্ষ শক্তির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাঁর দাবি, বোঝাপড়ার ভিত্তিতে আসন রফা করা যাবে। ফাঁক গলে বিজেপি বেরিয়ে যেতে না পারে তা সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন, আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সাথে আসন রফা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে, এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তাঁর দাবি, খোলা মনে আলোচনার ভিত্তিতে ইতিবাচক পরিণাম মিলবে।এদিকে, কংগ্রেসের প্রভারী ড. অজয় কুমারের দাবি, সিপিএমের সাথে বিচারধারায় অনেকটাই মিল রয়েছে আমাদের। বিজেপিকে হারানো মূল উদ্দেশ্য। ফলে, ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস নেওয়া হয়েছে। তাঁর দাবি, সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিকে একজোট হওয়ার আহবান জানানো হয়েছে। প্রাথমিকভাবে সিপিএমের সাথে আলোচনার মাধ্যমে ওই পথ চলা শুরু হচ্ছে। তাঁর দাবি, বড় শত্রুকে পরাস্ত করতে কঠিন সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *