ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা শহরততালির হলিক্রস কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্জয়নগরস্থিত হলিক্রস স্কুল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১২টি ডিপার্টমেন্টের মধ্যে ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, দড়ি টানাটানি, থ্রো-বল এবং ট্র্যাক এন্ড ফিল্ডের বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী। বিশেষ অতিথি রাজ্যের প্রখ্যাত পর্বতারোহী তথা রাজ্য স্পোর্টস ক্লাইম্বিং সংস্থার দায়িত্ব প্রাপ্ত সচিব প্রনব অখন্ড। তাছাড়া উপস্থিত ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল তথা প্রশাসক ফাদার জও পল, হলিক্রস স্কুলের প্রিন্সিপাল রেভরেন্ট ফাদার জিলসন টম।অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন কলেজের প্রিন্সিপাল ডঃ ফাদার বেনি কে জন। পতাকা উত্তোলন করে ক্রীড়ানুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি রাজ্য ক্রীড়া পর্ষদের যুগ্মসচিব সরযূ চক্রবর্তী। পবিত্র মশাল দৌড়, সমবেত উপজাতি লোকনৃত্য প্রদর্শনের মাধ্যমে ক্রীড়ানুষ্ঠানের সূচনা হয়। তারপর শুরু হয় বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন কলেজের ক্রীড়া বিভাগের সহকারী অধ্যাপিকা সঙ্গীতা চক্রবর্তী ও অন্যান্য ক্রীড়াপ্রেমী অধ্যাপক অধ্যাপিকারা। সবশেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।এই ক্রীড়ানুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় কলেজের প্রিন্সিপাল সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
2023-01-13

