জম্মু, ১৩ জানুয়ারি (হি.স.): জম্মুতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে শীর্ষ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহা। নিরাপত্তা সংক্রান্ত বিষয়েই এদিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। জঙ্গি হামলার পর সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।জম্মু ও কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহা, জম্মু ও কাশ্মীর প্রশাসনের সঙ্গে সামগ্রিক বিষয়ে কথা বলেছেন তিনি। সম্প্রতি জঙ্গি হামলার রাজৌরিতে ৭ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছিল। তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলতে পারেন অমিত শাহ।
2023-01-13