আগরতলা, ১৩ জানুয়ারি(হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের কঠোর নীতিতে উত্তর-পূর্বাঞ্চলে উগ্রপন্থার ঘটনা ৮৯ শতাংশ কমেছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের হত্যার ঘটনাও কমেছে বলেই নথিভুক্ত হয়েছে। শুক্রবার আগরতলায় নেহেরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে আয়োজিত যুব সংবাদ@২০৪৭ শীর্ষক অনুষ্ঠানে এই দাবি করেছেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। সাথে তিনি যোগ করেন, স্বাধীনতার পূর্বে দেশ গঠনে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ এবং বীর সাভারকর জীবনের বলিদান দিয়েছিলেন। কিন্তু, আজ দেশ গঠনে যুবদের দেশ গঠনে বলিদানের প্রয়োজন নেই। তাঁরা জাতি গঠনে যেভাবে সম্ভব অবদান রাখুক।
এদিন তিনি বলেন, কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উত্তর-পূর্বাঞ্চলে উগ্রপন্থার ঘটনায় ৮৯ শতাংশ কমেছে। তেমনি, সশস্ত্র হামলায় সাধারণ মানুষের হত্যার ঘটনা প্রায় ৯০ শতাংশ কমেছে। তাঁর দাবি, সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফস্পা বৃহত্তর স্বার্থে প্রত্যাহার করা হয়েছে এবং স্বাভাবিকতা ফিরিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, ত্রিপুরাতেও শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে উগ্রপন্থী গোষ্ঠীর সাথে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ তিনি স্বাধীনতা অর্জনে স্বাধীনতা সংগ্রামীদের বলিদান স্মরণ করে যুবদের দেশ গঠনে এগিয়ে আসার জন্য আহবান জানিয়েছেন। তিনি বলেন, ব্রিটিশ শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ এবং বীর সাভারকর জীবনের বলিদান দিয়েছিলেন। কিন্তু, আজ যুবদের দেশ গঠনে জীবনের বলিদানের প্রয়োজন নেই। শুধু তাঁরা জাতি গঠনে যেভাবে সম্ভব অবদান রাখুক। তাঁর দাবি, অধিকার সম্পর্কে সচেতন হোন, কিন্তু, দেশের প্রতি দায়িত্ব সচেতনভাবে পালন করুণ।
তাঁর আবেদন, কাকে ভোট দিচ্ছেন সে বিষয়ে সতর্ক থাকুন। কারণ, ব্যালট বুলেটের থেকেও শক্তিশালী। তাঁর দাবি, আজকের যুবসমাজকে সামাজিক কুসংস্কার, অপরাধ, মৌলবাদ, দূষণ এবং ভারতের বিকাশকে বাধাগ্রস্ত করে এমন অন্যান্য মূল বিষয়গুলির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। তিনি বলেন, দীর্ঘ সময় ত্রিপুরা কমিউনিস্টদের দ্বারা শাসিত হয়েছে এবং তাঁদের সরকারের অধীনে এই রাজ্য সমস্ত উন্নয়নের মাপকাঠিতে পিছিয়ে ছিল।তাঁর দাবি, প্রথম পাঁচ বছরে বিজেপি ত্রিপুরার উন্নয়নের ভিত্তি স্থাপন করেছে। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে এই রাজ্য আলাদা উদ্দীপনা এবং উন্মাদনার সাথে উন্নয়নের নতুন উচ্চতা অতিক্রম করবে

