ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারি।। ২৬-তম ভূপেন দত্ত ভৌমিক মেমোরিয়াল স্টেট টেনিস চ্যাম্পিয়ানশীপ শুক্রবার সকালে মালঞ্চ নিবাস স্থিত স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে।
সকাল ৮টায় পুরুষ বিভাগের প্রথম রাউন্ডের সিঙ্গেলস ম্যাচগুলি চীফ রেফারী তথা যুগ্ম সম্পাদক অরূপ রতন সাহার উপস্থিতিতে শুরু হয়। সকাল ১০টায় হয় আনুষ্ঠানিক উদ্বোধন। উপস্থিত ছিলেন সহ সভাপতি প্রণব চৌধুরী, কোষাধ্যক্ষ বিধান রায়, দুই যুগ্ম সম্পাদক তড়িৎ রায়, অরূপ রতন সাহা, কোচ চিন্ময় দেববর্মা সহ অ্যাসোসিয়েশন এর অন্যান্য কর্মকর্তাগণ।
সকাল থেকে প্রথম ও দ্বিতীয় রাউন্ড সহ সব খেলাগুলি ছিল আকর্ষণীয় এবং দিনের শেষে সিঙ্গেলস ম্যাচের কোয়ার্টার ফাইনালে সুভাশিষ দেববর্মা ৮-৬ পয়েন্টে কৃষ্ণ দেববর্মাকে, উমেশ কুমার মিনা ৮-০ পয়েন্টে সৃজন পুরকায়স্থকে তুইজিলাং দেববর্মা, প্রনিল ঘোষকে এবং অমিত রিয়াং ৮-৪ পয়েন্টে ভিকি দেববর্মাকে হারিয়ে সেমিফানালে উঠে। আগামীকাল সকাল থেকে ডাবলস সহ অন্যান্য রাউন্ডের খেলাগুলি শুরু হবে বলে ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।