দিল্লির সুলতানপুরীর ঘটনায় ১১ পুলিশকে সাসপেন্ড

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): দিল্লির সুলতানপুরীতে গত এক জানুয়ারি তরুণীর মৃত্যুর ঘটনায় রোহিণী জেলার ১১ জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হল। তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে শুক্রবার বরখাস্ত করা হয় তাদের। বরখাস্তকৃত কর্মকর্তারা ঘটনার পথে পিসিআর এবং পিকেট ডিউটিতে ছিলেন বলে জানা গেছে।

বিশেষ কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি শালিনী সিং দুর্ঘটনার কারণ সম্পর্কে একটি প্রতিবেদন জমা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট রুটে নিযুক্ত সমস্ত কর্মীদের বরখাস্ত করার জন্য। সেই মত সুলতানপুরীতে তরুণীর মৃত্যুর ঘটনায় রোহিণী জেলার ১১ জন পুলিশ আধিকারিককে শুক্রবার সাসপেন্ড করা হল।

রোহিণীর একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছেন, সুলতানপুরীর ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা রুটে পিসিআর মোতায়েন করা হয়েছে এবং পিকেটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার সময় দুটি পিকেটে থাকা পাঁচজন এবং তিনটি পিসিআর ভ্যানে থাকা ছয়জনকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে সাব-ইন্সপেক্টর দুইজন, সহকারী উপ-পরিদর্শক চারজন, হেড কনস্টেবল চারজন ও কনস্টেবল একজন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পিসিআর ভ্যান এবং পুলিশ পিকেটের তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে নগর পুলিশকে কারণ দর্শানোর নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, বর্ষবরণের রাতে দিল্লিতে যুবতীকে গাড়িতে টেনেহিঁচড়ে সাত কিমি নিয়ে যায় একদল ‘মত্ত’ যুবক। পরে তাঁর নগ্ন দেহ উদ্ধার করা হয়। মৃত্যু হয় ২০ বছরের ওই মহিলার। সেই ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।