যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত বিবেকানন্দের জন্মদিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারী৷৷ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন রাজ্যেও জাতীয় যুব দিবস হিসাবে সরকারি বেসরকারি উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষে বিবেক নগর রামকৃষ্ণ মিশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷  স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন উপলক্ষে রাজ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সরকারি এবং বেসরকারি উদ্যোগে স্বামীজীর জন্ম দিবস জাতীয় দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ এ উপলক্ষে বিবেকনগরে রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ আয়োজিত অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের সম্পাদক ছাড়াও আগরতলা পুর নিগমের মেয়র দীপক  মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন৷ এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন স্বামীজি যুব সমাজের পথের দিশারী হিসেবে পরিগণিত হয়েছেন৷ স্বামীজীর চিন্তা ধারাকে পাথেয় করেই যুবসমাজ এগিয়ে চলেছে৷ তিনি ছিলেন একজন অন্যতম দেশপ্রেমিক৷ তার দিশাতেই আমাদের দেশ এগিয়ে চলেছে৷ স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় দেশ এগিয়ে চলায় পৃথিবীর মধ্যে ভারত অন্যতম রাষ্ট্রে পরিণত হয়েছে৷ যুবসমাজকে বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান৷ মেয়র বলেন স্বামী বিবেকানন্দ গোটা বিশ্বেই প্রাসঙ্গিক৷ আমাদের সমাজ ব্যবস্থায় বিবেকানন্দের চিন্তাধারার যত বিস্তার ঘটানো যাবে ততই সমাজ, দেশ ও রাজ্য এগিয়ে  যাবে বলেও অভিমত ব্যক্ত করেছেন আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার৷