BRAKING NEWS

সুদীপের শতক, রজতের অর্ধশতক রেলের কাঁধে চড়ে ত্রিপুরার চমক


ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি।। দুর্দান্ত প্রত্যাবর্তন। আপাতত ইনিংস পরাজয় এড়িয়ে নিলো ত্রিপুরা। এখন লক্ষ্য পরাজয় এড়ানো। সেই লক্ষ্যেই শেষ দিনে শুক্রবার মাঠে নামবেন ঋদ্ধিমান-‌রা। আপাতত ত্রিপুরা এগিয়ে ৬৩ রানে। পেশাদার ক্রিকেটার সুদীপ চ্যাটার্জি এবং সহ অধিনায়ক রজত দে-‌র দাযিত্বশীল ব্যাটিংয়ের কাধে ভর দিয়ে ত্রিপুরার ঘুরে দাড়ালো। এখন দেখার আজ কতক্ষণ ত্রিপুরার দুই অপরাজিত ব্যাটসম্যান সহ বাকিরা লড়াই চালিয়ে যেতে পারে। তার উপরই ত্রিপুরার ভাগ্য নির্ভর করবে ম্যাচে। একমাত্র ম্যাচ অমিমাংশিতভাবে শেষ করা ছাড়া আর কোনও পথ নেই ত্রিপুরার সামনে বললেই চলে। সুরাটের লালবাই কন্টাক্টর স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শেষে অনেকটাই বেকায়দায় ছিলো ত্রিপুরা। তৃতীয় দিনে দল এভাবে ঘুরে দাড়াবে ভাবতেই পারেননি কেউ। তার উপর দিনের শুরুতে পারভেজ সুলতান এবং ফর্মে থাকা শ্রীদাম পালকে হারানোর পর। বিক্রম দুর্দান্ত খেললেও লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। আউট হওয়ার আগে বিক্রম ১১৮ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৬২ রান করেন। এরপরই দলকে টেনে তোলার যাবতীয় কঁাধে তুলে নেন সুদীপ এবং রজত। শুরু হয় পাল্টা আঘাত। ঠান্ডা মাথায় দুইজন এগিয়ে নিয়ে যেতে থাকেন দলকে। বিপক্ষের ভালো বলকে সমীহ করলেও বাজে বলকে সীমানার বাইরে পাঠাতে কোনও ভুল করেননি ত্রিপুরার ওই দুই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত তৃতীয় দিনের শেষে ত্রিপুরা ৪ উইকেট হারিয়ে ৩০৪ রান করে। সুদীপ ১৯৪ বল খেলে ১২ টি বাউন্ডারির সাহায্যে ১০৪ রানে এবং রজত ১৮৩ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৭৭ রানে অপরাজিত রয়েছেন। পঞ্চম উইকেটে সুদীপ এবং রজত ৩৫০ বল খেলে অপরাজিত থেকে ১৭৫ রান যোগ করেন। মরশুমে সুদীপের এটা দ্বিতীয় শতরান। রেলওয়ের পক্ষে করণ শর্মা (‌২/‌৬৭) সফল বোলার। ত্রিপুরা এগিয়ে রয়েছে ৬৩ রানে। পরাজয় এড়াতে শেষদিনে অত্যাধিক দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *