বাকসা (অসম), ১২ জানুয়ারি (হি.স.) : বাকসা জেলার অন্তর্গত শালবাড়ির ভকুয়ামারিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি ওষুধের দোকান সহ চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার মধ্যরাতে সংঘটিত হয়েছে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। ভরা শীতের রাতে ভকুয়ামারি চক বাজারে আগুন ধরেছে, প্রথমে কেউ আন্দাজ করতে পারেননি। আচমকা বাজার সংলগ্ন জনৈক গৃহস্থ আগুনের লেলিহান শিখা দেখে খবর দেন বাজারের এক দোকান মালিককে। ইত্যবসরে খবর পেয়ে ছুটে আসেন বাজারের সব দোকানের মালিক ও এলাকার বাসিন্দারা। তাঁদের অক্লান্ত কসরতে আগুন নিয়ন্ত্রণে আসলেও একটি কাপোড়ের দোকান, ফাৰ্মাসি, মুদি দোকান সহ মোট চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্ৰায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এদিকে অগ্নিকাণ্ডের প্ৰকৃত কারণ এই খবর লেখা পর্যন্ত স্পষ্ট না হলেও, বলা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের ফলে ঘটনাটি সংঘটিত হতে পারে।

