তেলিয়ামুড়ায় সিপিএমের র্যালী ও সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ জানুয়ারী৷৷ বিধানসভা নির্বাচনকে সামনে এর রেখে সিপিএমের পক্ষ থেকে বৃহস্পতিবার তেলিয়ামুড়া বাজারে রেলি ও সমাবেশ সংঘটিত করা হয়৷
দেশের সংবিধান রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার, জনজীবনে জলন্ত সমস্যা সমাধান এই বক্তব্যকে ব্যানারে সামনে শাটিয়ে সিপিএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে এক রেলি ও জনসভা সংগঠিত করে৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা রাখার কৌশল হিসেবে বৃহস্পতিবার সিপিএম দলের রেলি ও জনসভা অনুষ্ঠিত হয়৷  তেলিয়ামুড়ার থানায় বাজার থেকে রেলি অনুষ্ঠিত হয়৷ এই রেলি দীর্ঘ প্রায় আড়াই কিলোমিটার পথ  অতিক্রম করে তুসিন্দ্রাইবাড়ি বাজারে এসে জমায়েত হয়৷  তুসিন্দ্রাইবাড়ি বাজারে জনসভা করে বৃহস্পতিবার দুপুরে৷ সিপিএম দলের এই জনসভায় উপস্থিত ছিলেন সিপিএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, সিপিএম রাজ্য কমিটির নেতৃত্ব অমল চক্রবর্তী, কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মনিন্দ্র চন্দ্র দাস, প্রাক্তন বিধায়িকা গৌরী দাস, আইনজীবী ভাস্কর দেব  সহ দলের অন্যান্য শাখা সংগঠনের নেতৃত্বরা৷ কর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম দলের রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী বলেন, সিপিএম দল হিংসার রাজনীতি করে না৷ কোনো দলের ফ্ল্যাগ ফেস্টুন উপড়ে ফেলে দিয়ে প্রতিহিংসার রাজনীতি করেনা সিপিএম দল৷