আমতলীতে তিন লক্ষ টাকার ব্রাউন সুগার সহ আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ আগরতলা রেল ব্রীজ সংলগ্ণ এলাকা থেকে পুলিশ সুকটি সমেত  আটক করে এক নেশাকারবারীকে৷ তার কাছ থেকে উদ্ধার হয় ৫৫ গ্রাম ব্রাউন সুগার ৷ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবকের কাছ থেকে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার করল আমতলী থানার পুলিশ৷ আমতলী থানার পুলিশ আধিকারিক আশিষ দাশগুপ্তের  নেতৃত্বে এই অভিযান চালানো হয় মঙ্গলবার রাতে৷ ৫ টি প্যাকেটে মোট ৫৫ গ্রাম ব্রাউন সুগার  উদ্ধার করা হয়েছে৷ এই অভিযানে আটক করা হয়েছে নেশাকারবারী সম্রাট বর্মন নামে এক যুবককে৷ তার বাড়ি রানীরবাজার বৃদ্ধনগর এলাকায়৷ আটক নেশা সামগ্রীর বাজার মূল্য ৩ লক্ষ টাকা৷ আগরতলা রেল ব্রীজ সংলগ্ণ এলাকা থেকে পুলিশ সুকটি সমেত তাকে আটক করে বলে জানান আমতলী থানার পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত৷ বুধবার ধৃতকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন এসডিপিও আশিস দাশগুপ্ত৷