(আপডেট) কৃষক বিক্ষোভে অশান্ত বক্সার; পাওয়ার প্ল্যান্টে ভাঙচুর, আগুনে পুড়ল পুলিশের গাড়ি

বক্সার, ১১ জানুয়ারি (হি.স.): হিংসাত্মক হয়ে উঠল বিহারের বক্সারের জমি আন্দোলন। মঙ্গলবার মধ্যরাতে কৃষকদের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগে উঠেছে বিহার পুলিশের বিরুদ্ধে। এরপর বুধবার সকালে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারী কৃষকরা। পাওয়ার প্ল্যান্টে ভাঙচুর চালানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঠানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

গত কয়েক দিন ধরে জমি অধিগ্রহণ নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন কৃষকরা। অভিযোগ, মঙ্গলবার মধ্যরাতে কৃষকদের বাড়িতে ঢুকে তাঁদের বেধড়ক মারধর করে পুলিশ। বাড়ির দরজা ভেঙে পুরুষ, মহিলা নির্বিশেষে সবার উপর নির্বিচারে লাঠি চালানো হয়। এরই প্রতিবাদে বুধবার পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেন ক্ষুব্ধ কৃষকরা। প্রসঙ্গত, চৌসা পাওয়ার প্ল্যান্টের জন্য কৃষকদের যে জমি অধিগ্রহণ করা হয়েছে, সেই জমির বিনিময়ে বেশি মূল্যের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। বক্সারের পুলিশ সুপার মনীশ কুমার বলেছেন, “বিদ্যুৎকেন্দ্র ভাঙচুর করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং শীঘ্রই নিয়ন্ত্রণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *