নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷ বুধবার পেচারথল বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন হলো এবং পেচারথল বাজারে এক বৃহত্তর মিছিলের আয়োজন করা হয়৷ পাশাপাশি, পেচারথল গেটের নিকট এক পথসভা অনুষ্ঠিত হয়৷ এদিন এখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি পূর্নিতা চাকমা-সহ অন্যান্য নেতৃবৃন্দরা৷ পথসভার পরবর্তী সময়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি পূর্নিতা চাকমার নেতৃত্বে ১০৬টি পরিবারের ৩০০ জন ভোটার সিপিআইএম দলত্যাগ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি এসে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন রয়েছে৷ আজকে সব থেকে বড় কথা হলো যে, এখানকার স্থানীয় মানুষ তাদের প্রত্যেকের যোগদান৷ নিশ্চিত ভাবে এটা বলতে পারি যে, মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি আকৃষ্ট রয়েছে৷ আজকে এত প্রতিকূলতা, আমাদের এত নেতাদের ওপর আক্রমণ হচ্ছে, তারপরেও মানুষ যে রাস্তায় নেমেছে, এটাই প্রমাণ করে যে, তৃণমূল কংগ্রেস আগামীদিনে বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলবে৷ আমাদের আজকের এই মিটিং বানচাল করার জন্য আমি শুনছি বিজেপি কাউকে টাকার টোপ দিয়ে তাদেরকে প্রলোভিত করেছে যাতে এই মিটিংয়ে না আসতে পারে৷ কিন্তু সেই চেষ্টা বিফলে গিয়েও আজকে প্রচুর স্থানীয় মানুষ আমাদের সাথে যোগ দিয়েছে৷
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেছেন, আমরা চাই আগামীদিনে জনসাধারণের আশীর্বাদে এই বিধানসভা জিতে এসে এই এলাকার উন্নয়ন করতে চাই৷ আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো পশ্চিমবঙ্গে করে দেখিয়েছে, সেই ধরনের সুশাসন আমরা ত্রিপুরায় আনতে চাইছি৷ মানুষের আশীর্বাদের আশা রেখে মাঠে নেমেছি এবং ত্রিপুরার মানুষের উন্নয়নের জন্য কাজ করবো৷
2023-01-11