শ্রীনগর, ১১ জানুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় গভীর খাদে পড়ে গেল একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন জুনিয়র কমিশনড অফিসার ও দু’জন সেনা জওয়ানের। মাচিল সেক্টরে তুষার আচ্ছাদিত রাস্তা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ৩ জন সৈনিকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস জানিয়েছেন, বুধবার তুষার আচ্ছাদিত রাস্তা থেকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। এই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন জুনিয়র কমিশনড অফিসার ও দু’জন সেনা জওয়ানের। মৃত জওয়ানদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।