বেতন বৃদ্ধির দাবিতে মিড-ডে-মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ১১ জানুয়ারি (হি. স.) : বেতন বৃদ্ধির দাবিতে বুধবার শিক্ষা অধির্কতার কাছে ডেপুটেশন দিয়েছেন মিড-ডে-মিল পি এম পোষন শক্তি প্রকল্পে কর্মরত এলডিসি কর্মীরা।

তাঁদের বক্তব্য, ২০১২ সালে নভেম্বর মাসে শিক্ষা দপ্তরের অধীনে মিড-ডে-মিল প্রকল্পে এলডিসি পদে ২৭ জন চুক্তিবদ্ধ কর্মী নিয়োগ করা হয়েছিল। দীর্ঘ ১১ বছর যাবৎ তাঁদের বেতন বৃদ্ধির কোনো সিদ্ধান্ত গ্রহন করেনি ত্রিপুরা সরকার। কিন্তু শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত অন্যান্য চুক্তিবদ্ধ কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে।

এদিন তাঁরা শিক্ষা অধির্কতার নিকট বেতন বৃদ্ধির জন্য আবেদন জানিয়েছেন। শিক্ষা অধির্কতার তাঁদের জানিয়েছেন, বেতন বৃদ্ধি সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছে।