গঙ্গাসাগরের আউট্রাম ঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী, শুভেচ্ছা জানালেন পূণ্যার্থীদের

গঙ্গাসাগর, ১১ জানুয়ারি (হি. স.) : বুধবার আউট্রাম ঘাটে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ। এদিন গঙ্গাসাগর পূণ্যার্থীদের স্নানযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকারের ‘পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট’। বিকেল ৪টায় উপস্থিত হয়ে ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এরপরে মঞ্চে উঠে স্বামী বিবেকানন্দর পূর্ণাবয়ব প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন তিনি। গঙ্গাসাগর যাত্রীদের শুভেচ্ছা জানান তিনি। এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘গঙ্গাসাগর পূণ্যার্থীরা আমাদের অতিথি। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই গঙ্গাসাগর কর তুলে দেওয়া হয়েছে’। লোকানন্দজি মহারাজ এদিন মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন করেন। দাবি জানানো হয়, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করার। প্রশাসনের উদ্যোগে ‘বাংলার পাঁচ মন্দির’- নিয়েও শোনা যায় ধন্যবাদ বার্তা।