ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। দুর্দান্ত জয় ছিনিয়ে এগিয়ে চলো সংঘ ফাইনালে। খেলা হচ্ছে টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্ট। সেমিফাইনাল ম্যাচে রোমাঞ্চকর ভাবে সাত রানে চাম্পামুড়াকে হারিয়ে এগিয়ে চলো সংঘ ফাইনালের ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। পক্ষান্তরে জেতা ম্যাচ শেষ মুহূর্তে হাতছাড়া করে ব্যর্থ মনোরথে ঘরে ফিরছে চাম্পামুড়া। দলীয় স্কোর ৯৫ থেকে ৯৭ এর মধ্যে ৫ উইকেটের পতনই চাম্পামুড়ার অঘটন। তখনও ৯ বল খেলার বাকি। সাত রানে হেরে বিদায় চাম্পামুড়ার। খেলা হয়েছে নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। সকাল সোয়া ৯টায় ম্যাচ শুরুতে টস জিতে এগিয়ে চলো সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ময়ূক চৌধুরীর ৩৩ রান এবং সুমন যাদবের ২১ রান উল্লেখযোগ্য। অতিরিক্ত হিসেবে প্রাপ্ত ২৪ রানও মর্যাদা পেয়েছে আজ। চাম্পামুড়ার তানিশ্ক চক্রবর্তী দুটি এবং রাহুল পাল, অয়ন দেবনাথ ও সন্দীপন দাস একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে চাম্পামুড়া ৩৮.৩ ওভার খেলে ৯৭ রান সংগ্রহ করে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। জয়ের জন্য যখন ৩৪ বলে ১২ রান প্রয়োজন তখনও ছয়টি উইকেট বর্তমান। নিশ্চিত জয়ের হাতছানি পেয়েও চাম্পামুড়া শেষ মুহূর্তের ব্যর্থতায় পরাজয় স্বীকার করতে হয়েছে। সন্দীপন দাস ৩৯ রান, রাহুল পাল কুড়ি রান পেয়েছিল। এগিয়ে চলো’র রাজদীপ সিং, অনিরুদ্ধ বণিক, রনবীর দাশ ও সৈকত বৈশ্য প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। প্রত্যয় দাস চৌধুরী পেয়েছে একটি উইকেট। রাজদীপ পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।
2023-01-10