নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): জোশীমঠ নিয়ে জরুরি ভিত্তিতে শুনানিতে সম্মত হল না সুপ্রিম কোর্ট। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ করে দিয়ে মঙ্গলবার সর্বোচ্চ আদালত জানিয়েছে, এ বিষয়ে শুনানি হবে আগামী ১৬ জানুয়ারি। একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়গুলি যে সুপ্রিম কোর্টেই আসতে হবে, তা উচিত নয়। সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলি কাজ করছে।
উত্তরাখণ্ডের গাড়োয়াল পাহাড়ের কোলে ছোট্ট জনপদ জোশীমঠ। ১৯৩৯-এ প্রথম বার এই জনপদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন ওঠে। তার পর কেটে গিয়েছে ৮৪ বছর। ছোট্ট জনপদ এখন রীতিমতো বড় শহর। কিন্তু, এই মুহূর্তে আতঙ্কের আর এক নাম জোশীমঠ! বাড়ি, হোটেল, রাস্তায় ফাটল ধরছে। গৃহহীন অসংখ্য মানুষ। এই নিয়েই সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু, সেই আর্জি প্রত্যাখ্যান করেছে সর্বোচ্চ আদালত।