জোশীমঠ, ১০ জানুয়ারি (হি.স): জোশীমঠে আতঙ্ক ক্রমেই বাড়ছে, এবার কর্নপ্রয়াগ পৌরসভার বহুগুনা নগরে বেশ কয়েকটি বাড়িতেও ফাটল দেখা গিয়েছে। যে সমস্ত বাড়িতে ফাটল ধরেছে, ইতিমধ্যেই সেই সমস্ত বাড়ির সদস্যদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, জোশীমঠের যে সমস্ত হোটেল ও বাড়িতে ফাটল ধরেছে, সেই হোটেল ও বাড়িগুলি মঙ্গলবার ভেঙে ফেলা হয়েছে। চামোলির জেলাশাসক জানিয়েছেন, অসুরক্ষিত জোনে থাকা বাড়িগুলিকে মার্ক করা হয়েছে, সেই বাড়িগুলি ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে। অসুরক্ষিত ঘোষিত হওয়ার পর মঙ্গলবারই জোশীমঠের হোটেল মালারি ইন ও হোটেল মাউন্ট ভিউ বৈজ্ঞানিক পদ্ধতিতে ভেঙে ফেলা হয়েছে।