নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি ৷৷ আগামী ১৪ জানুয়ারি ছবিমুড়ায় ছবিমুড়া মেলা এবং পশ্চিম ডলুমা ভিলেজে কুর্মা এলাকায় কুমাঝোক মেলা অনুষ্ঠিত হবে৷ ১৪ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ছবিমুড়া মেলার উদ্বোধন করা হবে৷ মেলায় সারা রাতব্যাপী সাংস্ক’তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ বিভিন্ন দপ্তর তাদের উন্নয়নমূলক কাজের প্রদর্শনী মণ্ডপ খুলবে৷ মেলায় পূর্ণার্থীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে৷ সুুন্দর ও সুুষ্ঠভাবে মেলা পরিচালনা করার জন্য বিধায়ক রি’ত দাসকে চেয়ারম্যান ও মহকুমা শাসক অসিত কুমার দাসকে আহ্বায়ক করে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে৷
কুমাঝোক মেলার উদ্বোধন করা হবে বিকাল ৫টায়৷ এই মেলাতেও সারা রাতব্যাপী সাংস্ক’তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে৷ অমরপুর বিএসি’র চেয়ারম্যান রবিত্র জমাতিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বৈঠকে বিধায়ক রি’ত দাস জমাতিয়া হদার তৌমা ফলক মায়ালের পা’ায় দিনমণি জমাতিয়া, মহকুমা শাসক অসিত কুমার দাস, অমরপুর ব্লকের বিডিও উৎপল দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ মেলা আয়োজনের জন্য বিএসি’র চেয়ারম্যান রবিত্র জমাতিয়াকে চেয়ারম্যান করে এবং অমরপুর ব্লকের বিডিওকে আহ্বায়ক করে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে৷

