জামনগর, ১০ জানুয়ারি (হি.স.): মস্কো-গোয়া চার্টার্ড বিমানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। বিমান, যাত্রীদের ব্যাগে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানোর পরও কিছুই পাওয়া যায়নি। তাই বিমানটিকে “নিরাপদ” ঘোষণা করেছেন জামনগর বিমানবন্দরের ডিরেক্টর। জামনগরের কালেক্টর সৌরভ পারঘি জানিয়েছেন, এনসিজি, পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড নিবিড়ভাবে তল্লাশি অভিযান চালিয়েছে। যাত্রীদের হাত ব্যাগ, চেক-ইন ব্যাগেজ তল্লাশি চালানো হয়েছে। কিন্তু, সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বোমাতঙ্কের জেরে গুজরাটের জামনগর বিমানবন্দরে অবতরণ করে মস্কো-গোয়া চাটার্ড বিমান। ওই বিমানে ২৩৬ জন যাত্রী ও ৮ জন ক্রু মেম্বার ছিলেন। সকলেই নিরাপদে রয়েছেন। সমস্ত যাত্রীদের নিরাপদে বিমান থেকে বের করে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়। রাশিয়ার মস্কো থেকে গোয়ার উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই, বিমানে বোমা আছে বলে হুমকি ফোন আসে। তার পরেই তড়িঘড়ি জামনগর বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। যাত্রীরা সকলে সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।
মস্কো-গোয়া বিমানে বোমা থাকার বিষয়ে ফোন আসে গোয়া গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর কাছে, এরপরই গোয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়। কোনও রকম ঝুঁকি না নিয়ে সোমবার রাতে জামনগর বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করানো হয়। রাত ৯.৪৯ মিনিটে বিমানটি যাত্রীদের নিয়ে জামনগরে নামে।
কালেক্টর সৌরভ পারঘি জানিয়েছেন, মস্কো-গোয়া বিমানে বোমা সংক্রান্ত তথ্য পেয়েছি আমরা, ওই বিমানটিকে জামনগরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বিমানে ২৩৬ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য ছিলেন। সকলেই সুরক্ষিত রয়েছেন। প্রায় ৯ ঘন্টা বিমানবন্দর ঘিরে রাখে নিরাপত্তা বাহিনী। বিমান ও যাত্রীদের নিবিড় তল্লাশি করা হয়। যাত্রীদের লাগেজও চেক করা হয়। কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।