মুম্বই, ১০ জানুয়ারি (হি.স.): মুম্বইয়ের বাইকুল্লা জেল থেকে মুক্তি পেলেন প্রাক্তন ব্যাঙ্ককর্তী চন্দা কোচার। চন্দার পাশাপাশি মঙ্গলবার জেল থেকে মুক্তি পেয়েছেন চন্দার স্বামী দীপক কোচারও। দীপক মুক্তি পেয়েছেন মুম্বইয়ের আর্থার রোড কারাগার থেকে। সোমবারই চন্দা ও তার স্বামীকে মুক্তির নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট। হাইকোর্ট জানায়, আইন অনুযায়ী গ্রেফতার করা হয়নি আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচার এবং তার স্বামী দীপক কোচারকে।
দম্পতিকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। বম্বে হাইকোর্টের নির্দেশ মতো মঙ্গলবার সকালে বাইকুল্লা জেল থেকে মুক্তি পেয়েছেন চন্দা কোচার। দীপক মুক্তি পেয়েছেন মুম্বইয়ের আর্থার রোড কারাগার থেকে। প্রসঙ্গত, আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও থাকাকালীন নিয়ম ভেঙে ভিডিওকন গ্রুপকে তিন হাজার কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগ উঠেছিল চন্দার বিরুদ্ধে। সেই অভিযোগেই গত ২৩ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। গ্রেফতার করা হয়েছিল দীপককেও।

