দিল্লি ফের বায়ুদূষণের কবলে! ঘন কুয়াশায় আবারও ট্রেন ও বিমান পরিষেবা বিঘ্নিত

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): আবারও মাত্রাতিরিক্ত বায়ুদূষণের কবলে চলে গেল রাজধানী দিল্লি। মঙ্গলবার সকালে দিল্লিতে দূষণের পরিমান একধাক্কায় অনেকটাই বেড়ে যায়। দিল্লিতে বাতাসের গুণগতমান বেড়ে ৪১৮-তে পৌঁছে যায়, যা খুব খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে। প্রবল ঠান্ডার মধ্যে আবারও খারাপ হল দিল্লির দূষণ পরিস্থিতি। বায়ুদূষণ নতুন করে নিশ্বাস ফেলতে শুরু করেছে রাজধানীতে। দিল্লির বাতাসে দূষণ আবার বাড়ছে, তাই বেশ কিছু যানবাহনে নিষেধাজ্ঞা ইতিমধ্যেই জারি করা হয়েছে। বিএস থ্রি পেট্রল এবং বিএস ফোর ডিজেল গাড়ি চলাচলের উপর শুক্রবার পর্যন্ত নিষেধাজ্ঞা বহালের কথা ঘোষণা করা হয়েছে।

এদিকে, ঘন কুয়াশার দাপটে ফের জনজীবন বিপর্যস্ত দিল্লি-সহ সমগ্র উত্তর ভারতে। ঘন কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার রেল ও বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে দিল্লিতে। ঘন কুয়াশার কারণে উত্তর রেলওয়ে অঞ্চলে ৩৬টি ট্রেন দেরিতে চলেছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘন কুয়াশা ও দৃশ্যমানতার অভাবে মোট ৩৬টি ট্রেন দেরিতে চলাচল করেছে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে, পুরী-নতুন দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস, ইন্দোর-নতুন দিল্লি এক্সপ্রেস, মালদা টাউন-দিল্লি এক্সপ্রেস, প্রয়াগরাজ-নতুন দিল্লি এক্সপ্রেস প্রভৃতি। দিল্লি বিমানবন্দরে বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবাও। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি-কাঠমান্ডু, দিল্লি-জয়পুর, দিল্লি-শিমলা, দিল্লি-দেহরাদূন, দিল্লি-চণ্ডীগড়-কুল্লু বিমান বিলম্বিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *