রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করে সম্মেলনের কথা জানালেন মুখ্যমন্ত্রী শিবরাজ

ইন্দোর, ১০ জানুয়ারি (হি.স.) : মঙ্গলবার ইন্দোর সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এখানে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইন্দোরের ব্রিলিয়ান্ট কনভেনশন সেন্টারে তাঁর সঙ্গে দেখা করেন। এই সময় মুখ্যমন্ত্রী চৌহান রাষ্ট্রপতি মুর্মুকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। মুখ্যমন্ত্রী চৌহান প্রবাসী ভারতীয় দিবস (পিবিডি) সম্মেলনের প্রথম দুই দিনে অনুষ্ঠিত অধিবেশন ও কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়াও ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত গ্লোবাল ইনভেস্টর সামিটের উদ্দেশ্য সম্পর্কে জানান।

এর আগে, রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ইন্দোরের দেবী অহল্যা বিমানবন্দরে ফুল দিয়ে স্বাগত জানান। এই উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র, জলসম্পদ মন্ত্রী তুলসীরাম সিলাভাত, সংস্কৃতি মন্ত্রী ঊষা ঠাকুর, লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন, সাংসদ শঙ্কর লালওয়ানি, রাজ্যসভার সাংসদ কবিতা পতিদারও রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *