মৌ কোতোয়ালি(উত্তরপ্রদেশ), ৯ জানুয়ারি (হি.স.) : সোমবার উত্তর প্রদেশের কোতোয়ালির ভিটি এলাকায় একটি পথ দুর্ঘটনায় কর্মস্থলে যাওয়ার সময় প্রাণ হারালেন রেলওয়ে প্রোটেকশন ফোর্স ( আরপিএফ) এক অফিসার। .
পুলিশ জানিয়েছে, মৃত আরপিএফ অফিসারের নাম রাকেশ কুমার রাই। এদিন তিনি মাউ ইন্দারা রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে সকালে একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।