ইন্দোর, ৯ জানুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোরে সোমবার আনুষ্ঠানিকভাবে প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে যোগ দিয়ে সম্মেলনের সূচনা করেন। এদিন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, প্রবাসী ভারতীয় দিবসের লক্ষ্য হল সীমানা আবদ্ধ মুক্ত করা, শক্তি বৃদ্ধি করা এবং আরও পর্যায় যোগ করা। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত অবশ্যই একটি নেতৃস্থানীয় বৈশ্বিক শক্তি হিসেবে আবির্ভূত হবে।
এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, আমি মনে করি আজাদি কা অমৃত কালের সময় মধ্যপ্রদেশে ”অমৃত” ঝরছে। আপনারা মধ্যপ্রদেশে এসেছেন, মধ্যপ্রদেশ আপনাদের জন্য নিজস্ব হৃদয় এবং ঘরের দরজা খুলে দিয়েছে। গুয়ানার রাষ্ট্রপতি মহম্মদ ইরফান আলি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, ভারতের ইতিহাস বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের কাছ থেকে গুয়ানা যে সাহায্য পাচ্ছে সে জন্য তিনি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সন্তোখি।

