নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি.স.) : প্রবাসী ভারতীয় দিবসে যোগ দিতে রবিবার ভারতে পৌঁছেছেন গুয়ানার রাষ্ট্রপতি ডঃ মহম্মদ ইরফান আলি। তিনি মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত প্রবাসী ভারতীয় দিবসে যোগ দেবেন। সকাল সাড়ে ১০টায় তিনি ইন্দোরের উদ্দেশে রওনা দেবেন। ৮ থেকে ১০জানুয়ারী ভারত সফরের সময় তিনি দিল্লি, ইন্দোর, বেঙ্গালুরু, কানপুর, আগ্রা এবং মুম্বই সফর করবেন।
বিদেশ মন্ত্রকের মতে, ইন্দোরে ১৭তম প্রবাসী ভারতীয় দিবসের প্রধান অতিথি মহম্মদ ইরফান আলি। রাষ্ট্রপতি ইরফান আলি এই সময়ের মধ্যে ইন্দোরে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করবেন। তিনি ৯ জানুয়ারি ১৭তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন। এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।