প্রীতি ম্যাচ : জেআরসি’র বিজয় রথ থামালো শ্যামসুন্দর কোং জুয়েলার্স

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ জানুয়ারি।। সাংবাদিক ক্রিকেটারদের বিজয়রথ থামিয়ে দিল শ্যামসুন্দর কোং জুয়েলার্স। এখানে কোনও প্রেস প্রিভিউ নয়, উৎসব উপলক্ষ্যে লটারীও নয়। প্রীতি ক্রিকেট ম্যাচে লাগাতর জয়ের মধ্যে থাকা জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবকে হারিয়েছে শ্যামসুন্দর কোং জুয়েলার্স-এর ক্রিকেট টিম। কার্যত ভোলাগিরির বিপরীতে ভগৎ সিং মাঠে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে শ্যামসুন্দর কোং জুয়েলার্স টিম ৫ উইকেটের ব্যবধানে সাংবাদিক ক্রিকেটারদের দল জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবকে পরাজিত করেছে। পেশাগত দায়িত্ব পালনের তাগিদে দুই দলের সদস্যদের মধ্যে অবসর বিনোদনের ফুরসত নেই বললেই চলে। হাজারো ব্যস্ততার মধ্যেই তিন-চার ঘণ্টা সময় বের করে বন্ধুত্বপূর্ণ ম্যাচে শামিল হয়ে নিজেদের মধ্যে সম্পর্ক অটুট রাখার পাশাপাশি নিজেদের ফিট রাখার জন্যও এ ধরনের খেলাধুলার আবশ্যকতা রয়েছে। ম্যাচের শুরুতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি তথা শ্যামসুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার এবং ক্রীড়া সংগঠক রূপক সাহা দুই খেলার খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ এই ম্যাচ প্রতিবছর চালিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং শুভেচ্ছা জানান। কর্ণধার শ্রীমতি অর্পিতা সাহাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুপুর ১টায় ম্যাচ শুরুতে টস জিতে শ্যামসুন্দর কোং জুয়েলার্সের অধিনায়ক অরূপ সাহা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে জেআরসি-কে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। টি-টোয়েন্টি ফরম্যাটে সীমিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে জেআরসি ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে বাপন দাসের ৬০ রান, মেঘধন দেব-এর ৪০ রান, তাপস দেব-এর ১২ রান এবং জাকির হোসেনের ১১ রান উল্লেখযোগ্য। বাপন সেরা ব্যাটসম্যানের ট্রফিও পেয়েছে। শ্যামসুন্দর কোং জুয়েলার্সের চিরঞ্জিত দেব দুটি উইকেট পায়। এছাড়া, সুমন দেব, সন্দীপ বিশ্বাস ও সুমিত শীল একটি করে উইকেট পেয়েছে। জবাবে শ্যামসুন্দর কোং জুয়েলার্স ৪ বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে রোমাঞ্চকর ভাবে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে অমরেশ ধর এর অপরাজিত ৩৮ রান অভিজিৎ সাহার ৩৭ রান এবং সন্দীপ বিশ্বাসের অপরাজিত ২৭ রান উল্লেখযোগ্য। সন্দীপ ম্যান অফ দ্যা ম্যাচের সুদৃশ্য ট্রফিও পেয়েছে। এছাড়া সুমন দেব-এর ১৭ রান এবং সুমিত শীলের ১৫ রান উল্লেখ করার মতো। সাংবাদিক ক্রিকেটার অনির্বাণ দেব ২৪ রানে দুটি উইকেট তুলে নিয়ে সেরা বোলারের ট্রফিও পেয়েছে। এছাড়া,  অভিষেক দে, বিশ্বজিৎ দেবনাথ ও জাকির হোসেন একটি করে উইকেট পেয়েছে। দিব্যেন্দু দে, সুব্রত দেবনাথ, মিল্টন ধর, তাপস দেব, প্রীতমের পারফরম্যান্সও উল্লেখ করার মতো। খেলা শেষে মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। দু’দলকে দেওয়া হয় সুদৃশ্য চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি।  জেআরসি-র সভাপতি তথা বরিষ্ঠ সাংবাদিক সুপ্রভাত দেবনাথ, শ্যামসুন্দর কোং জুয়েলার্স এর ডিরেক্টর ঋষিরূপ সাহা, ম্যানেজমেন্ট স্টাফ সৌরজিৎ রায়, পার্থ দেব  ও সমিত বসাক প্রমূখ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ দারুণভাবে শেষ হওয়ায় দু’দলের ব্যবস্থাপক তথা জেআরসি’র সচিব ও অধিনায়ক অভিষেক দে, সৌরজিৎ রায় প্রমূখ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।