গভীর রাতে ফালাকাটায় বস্তার গুদামে আগুন

ফালাকাটা, ৮ জানুয়ারি (হি. স.): গভীর রাতে আলিপুরদুয়ারে বস্তার গুদামে বিধ্বংসী আগুন। শনিবার রাত ১১টা নাগাদ ফালাকাটা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের দুলাল দোকান এলাকায় ঘটনাটি ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ফালাকাটার দমকলের ২টি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগান। জানা গিয়েছে, গুদামে বস্তার পাশাপাশি প্রচুর প্লাস্টিকের বস্তা, থার্মোকলও ছিল। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।