শিলিগুড়ি, ৮ জানুয়ারি (হি.স.) : শিলিগুড়ির বর্ধমান রোডে গাড়ি দুর্ঘটনা । রবিবার গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন এক ব্যক্তি। জখম ব্যক্তিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিন সকালে হাওড়া পেট্রোল পাম্পের দিক থেকে চারচাকা গাড়িটি জলপাই মোড়ের দিকে যাচ্ছিল। এয়ারভিউ মোড়ের কাছে গাড়িটি ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলে যায় বলে অভিযোগ। ওই ব্যক্তি এয়ারভিউ মোড়ের কাছে বাসস্ট্যান্ডে কুলি হিসেবে কাজ করেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। জখম ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।