গোলাঘাট (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : গোলাঘাট জেলার সীমান্তবর্তী মেরাপনিতে বার্মিজ সুপারি বোঝাই দুটি ট্রাক বাজেয়াপ্ত করেছে আধাসেনা। গতকাল শুক্রবার রাতে নাগাল্যান্ড থেকে মেরাপানি হয়ে অসম ভূখণ্ডে প্রবেশ করলে সীমান্তে নিয়োজিত সিআরপিএফ এনএল ০৫ জি ১৯১৪ এবং এনএল ০৫ জি ১৯৮৩ নম্বরের ট্রাক দুটি বাজেয়াপ্ত করেছে।
বাজেয়াপ্তকৃত ট্রাক দুটি সিআরপিএফ মেরাপানি থানায় সমঝে দিয়েছে। উদ্ধারকৃত বার্মিজ সুপারিগুলির বাজারমূল্য বহু লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

