অসমের কাবুগঞ্জে উদ্ধার এসবিআই–এর ব্রাঞ্চ ম্যানেজারের গলায় ফাঁস জড়িত ঝুলন্ত লাশ

সোনাই (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ অসমের কাছাড় জেলার অন্তর্গত সোনাই বিধানসভা এলাকার কাবুগঞ্জ এসবিআই-এর শাখা দফতর থেকে ব্রাঞ্চ ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা পরিকল্পিত হত্যা না-আত্মহত্যা, বিষয়টি এখনও সোনাই পুলিশের কাছে স্পষ্ট নয়।

প্রশাসনিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আজ শনিবার সকাল দশটা নাগাদ শিলচর শহরের দুর্গাশংকর লেনের বাসিন্দা এসবিআই-এর ব্রাঞ্চ ম্যানেজার কুলদীপ দাশগুপ্তের লাশ উদ্ধার করেছে পুলিশ। কুলদীপের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে।

নিহত দাশগুপ্তের সহকর্মীদের কাছে জানা গেছে, গতকাল শুক্রবার বেশ রাত পর্যন্ত অফিসের কাজকর্ম করেছেন তিনি। তখন পর্যন্ত কেউ কিছু আন্দাজই করতে পরেননি, সবকিছু ঠিকঠাক ছিল। রাত নয়টা পর্যন্ত শাখার অন্য আধিকারিক-কর্মচারীরা কাজ শেষ করে যে যার ঘরে ফেরে যান। কিন্তু নিজের কিছু কাজ বাকি রয়েছে বলে অফিসেই রয়ে যান ব্রাঞ্চ ম্যানেজার কুলদীপ দাশগুপ্ত। আজ শনিবার সকাল প্রায় দশটার দিকে চতুর্থ শ্রেণির জনৈক কর্মচারী ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখে সহকর্মীদের খবর দেন।

ঘটনার খবর পেয়ে আসে সোনাই থানা থেকে পুলিশের দল। ছুটে আসেন প্রশাসনিক ম্যাজিস্ট্রেট তথা সোনাইয়ের সার্কল অফিসার ড. দীপঙ্কর নাথ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক এনকুয়েস্ট করে সোনাই পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।