হাফলং-শিলচর জাতীয় সড়কে পুলিশি অভিযান, বাজেয়াপ্ত ২০ গ্রাম হেরোইন, গ্রেফতার মহিলা সহ তিন

হাফলং (অসম), ৭ জানুয়ারি (হি.স.) : রাজ্যে ড্রাগসের বিরূদ্ধে অসম পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে অসম পুলিশ অভিযান চালিয়ে ড্রাগস সহ পাচারকারীদের গ্রেফতার করতে সক্ষম হচ্ছে। এরই মধ্যে আজ শনিবার ডিমা হাসাও জেলায় পুলিশ এক অভিযান চালিয়ে সন্দেহযুক্ত ড্রাগস সহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে এক মহিলাও রয়েছেন।

ডিমা হাসাও পুলিশের ডিএসপি বরকরি তেরাংয়ের নেতৃত্বে হাফলং থানার ওসি রঞ্জিত শইকিয়া, টিএসআই লক্ষ্মীন্দর শইকিয়া, ট্রাফিক আইসি ঋতুপল শইকিয়া আজ শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা ও হারাঙ্গাজাওয়ের মধ্যবর্তী স্থানে শিলচর থেকে এএস ১১ ৮০৮৩ নম্বরের একটি অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে ৪২টি ছোট কন্টেইনারে ২০ গ্রাম সন্দেহযুক্ত হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গে তিন ড্রাগস পাচারকারী যথাক্রমে যশধর সংপি, থাংগিউ এবং রাজদ্বীপ বর্মণকে গ্রেফতার করে। ধৃত তিন ড্রাগস পাচারকারীকে পুলিশ হাফলং সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।