সঞ্জয় রাউতের বিরুদ্ধে উদ্ধব ঠাকরের কাছে অভিযোগ জানাবেন নারায়ণ রানে

মুম্বই, ৭ জানুয়ারি (হি.স.) : শিবসেনা (উদ্ধব ঠাকরের গোষ্ঠী) সভাপতি উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করে সঞ্জয় রাউত সম্পর্কে অভিযোগ করবেন বলে জানিয়েছেন ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে। রানে দাবি করেছেন, রাজ্যসভার সদস্য হওয়ার পরে, সঞ্জয় রাউত উদ্ধব এবং তাঁর স্ত্রী রশ্মি ঠাকরে সম্পর্কে এমন অনেক কথা বলেছেন, যা শোনার পরে উদ্ধব এবং রশ্মি ঠাকরে সঞ্জয় রাউতকে রেহাই দেবেন না।

বিজেপি নেতা নারায়ণ রানে শনিবার সাংবাদিকদের বলেন, তিনি শিবসেনার সঙ্গে বিচ্ছেদ করলেও তিনি কখনও শিবসেনাকে ধ্বংস করতে কাজ করেননি। সঞ্জয় রাউত শিবসেনাতে থাকতেই দলকে ধ্বংস করার কাজ করছেন। রানে আরও বলেন, তাঁর কঠোর পরিশ্রমের কারণে শিবসেনার ৫৬ জন বিধায়ক নির্বাচিত হয়েছেন, যার মধ্যে মাত্র ১২ জন বিধায়ক শিবসেনার সাথে অবশিষ্ট ছিলেন। সঞ্জয় রাউতও এই সমস্ত বিধায়কদের দল থেকে তাড়ানোর জন্য কাজ করছেন। আসলে, শিবসেনার (উদ্ধব ঠাকরের গোষ্ঠী) মুখপাত্র তথা রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত রাণের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন। এর পাল্টা জবাবে রানে বলেন, উন্নয়ন প্রসঙ্গে রাউতের কিছু বলার নেই, তাই তিনি সবসময়ই লাগামহীন বক্তব্য দিয়েছেন।