যোশীমঠ, ৭ জানুয়ারি (হি.স.): এই মুহূর্তে আতঙ্কের আর এক নাম উত্তরাখণ্ডের যোশীমঠ। ফাটল ধরেছে বহু বাড়িতে, অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে সেখানকার মানুষজনকে। এই পরিস্থিতিতে শনিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আকাশপথে জোশীমঠ অঞ্চল ঘুরে দেখেন। পরে ক্ষতিগ্রস্ত মানুষজনের সঙ্গে দেখাও করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, মানুষের সুরক্ষাকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এদিন বলেছেন, “এখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া মানুষজনের পুনর্বাসনের প্রয়োজন আছে কিনা তাও আমরা ভাবছি। আমরা এ জন্য একটি স্থানও খুঁজে বের করছি। এখন শীতকাল। সুতরাং, আমরা অবিলম্বে মোকাবেলা করা প্রয়োজন যে সমস্যাগুলি খতিয়ে দেখছি।” তিনি আরও বলেছেন, “আমাদের প্রচেষ্টা সবাইকে নিরাপদ রাখা। প্রয়োজনীয় ব্যবস্থার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের প্রথম কাজ হল মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া। কাজ করছেন ভূ-বিজ্ঞানীরা। গুয়াহাটি ইনস্টিটিউট, আইআইটি রুরকিও ইসরোর সঙ্গে আলোচনা করছে। সবাই কারণ খুঁজে বের করছে।”

