হরিয়ানা: রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রায় সংঘর্ষ, আহত কিরণ চৌধুরি

চণ্ডীগড়, ৭ জানুয়ারি (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড় যাত্রার দ্বিতীয় দিনে শনিবার ধস্তাধস্তিতে বহু কর্মীদের জামাকাপড় ছিঁড়ে যায়। এসময় দলের বরিষ্ঠ নেতা কিরণ চৌধুরী আহত হন। কিরণকে কর্নালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন রাহুল গান্ধীর ভারত জোড়া যাত্রার দ্বিতীয় দিন। এই যাত্রা কর্নালের কাছে মধুবনে পৌঁছলে রাহুলের নিরাপত্তা কর্ডনে ঢুকতে কর্মীদের ভিড় নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। রাহুলের সঙ্গে দৌড়ে আসা সিএলপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী কিরণ চৌধুরী ভিড়ের মধ্যে আটকে যান। পায়ে চোট পান তিনি। তাকে কর্নালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রায় কংগ্রেস কর্মীদের ভিড় দেখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।